নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নীলফামারীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শহরের টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার হাজীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়, আমিনা প্রতিবন্ধী বিদ্যালয়, নীলাচল প্রতিবন্ধী বিদ্যালয় এবং চাঁদেরহাট প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৮০জন শিক্ষার্থী প্রতিযোগীতায় এতে অংশ নেয়।

ক্রীড়া প্রতিযোগীতার মধ্যে ছিলো দৌড়, দীর্ঘ লাফ, ফুটবল, বল পাসিং, ঝুঁড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই,
যেমন খুশি তেমন সাজো, বেলুন ফুটানো প্রভৃতি। বিকেলে প্রধান অতিথি থেকে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা সমাজ সেবা কার্যালয়ের
উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক বিশেষ অতিথি ছিলেন।

জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া দফতরের বার্ষিক ক্রীড়া কমসুচির অংশ হিসেবে দিনব্যাপী এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here