নুরআলম, নীলফামারী প্রতিনিধি ::

পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) নীলফামারীর উদ্যোগে শহরের বড়মাঠে মাসব্যাপী শুরু হয়েছে
‘পুনাক শিল্প ও বাণিজ্য মেলা’। রবিবার বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জামায়াতের সেক্রেটারী আন্তাজুল ইসলাম এবং মা ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’র স্বত্বাধিকারী আনিসুর রহমান আনিস এ সময় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোর্শেদ আলম জানান, বিভিন্ন পণ্য, আসবাব, পোষাক ছাড়াও বিনোদনের জন্য রাইডস থাকছে এই মেলায়।

এতে ৫০টি স্টল স্থান পেয়েছে। পুলিশ সুপার বলেন, মা ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মেলাটি পরিচালনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here