নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

জেলায় আজ নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নায্যমূল্যের বাজার চালু হয়েছে। আজ রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে এ বাজার উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলার সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম আবু বকর সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার প্রমুখ।

উদ্বোধনী দিনে নায্যমূল্যের এ বাজারে মূলা প্রতিকেজি ৪০টাকা, প্রতিকেজি ফুলকপি ৬০টাকা, বেগুণ প্রতিকেজি ৪০টাকা, লাউ প্রতিপিস ৩৫ টাকা, ডিম প্রতি হালি ৪৩ টাকা দরে বিক্রি হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ জানান, কৃষি বিপণন ও জেলা সমবায় দপ্তরের সহযোগিতায় এ বাজার পরিচালিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, দ্রব্যমূল্যের বাজারদর স্থিতিশীল রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সারাদিনই এই বাজার খোলা থাকবে। ২৬জন বিক্রেতা এখানে নিত্যপণ্য বিক্রি করতে পারবেন। ক্রেতারা দিনের যেকোন সময় এ বাজার থেকে নিত্যপণ্য সংগ্রহ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here