নূর আলম, নীলফামারী প্রতিনিধি ::
আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে ‘নারীর সমঅধিকার : উন্নয়নের জন্য হোক নারীর প্রতি বিনিয়োগ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল জেলা শহরের একটি রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ ছাড়াও সুশিল সমাজের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। সভায় দলগুলোতে শতকরা ৩৩ভাগ নারী কোটা পূরণ এবং নারীদের জন্য দলীয় ও রাষ্ট্রীয় ভাবে তহবিল গঠনের দাবী জানানো হয়।
এতে বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক তৌহিদা জ্যোতি, জেলা মহিলা পরিষদের সভাপতি দৌলত জাহান ছবি ও জেলা পরিষদ সদস্য ইসরাত জাহান পল্লবী।
নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর জন্য পারিবারিক, সামাজিকভাবে কর্মসুচি নিতে রাজনৈতিক
দলগুলোরগুলোর প্রতি আহবান জানান নারী নেত্রীরা। নীলফামারী পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, নীলফামারী সদর উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জগদিশ চন্দ্র রায় ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম বাবু বক্তব্য দেন।