নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

‘করবো ভুমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সকালে বনার্ঢ্য এক র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, নীলফামারী সাধারণ গ্রন্থগারের সাধারণ সম্পাদক প্রকৌশলী সফিকুল আলম ডাবলু, জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি দেওয়ান সেলিম আহমেদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে রচণা ও চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী ১৬জনের মধ্যে সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক।

বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন কর্মসুচিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here