নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নীলফামারীতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে(১১জানুয়ারী) জেলা শহরের বিএনপি কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সোহেল পারভেজ, সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা বিএনপির সহ- সভাপতি মীর সেলিম ফারুক, মোস্তফা হক প্রধান বাচ্চু ও মোক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, জেলা মৎস্যজীবী দলের সভাপতি গোলাম মোস্তফা রঞ্জু ও জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স এ সময় উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেডএম জাহিদ হোসেনের সার্বিক সহযোগীতায় ৪’শ জনের মাঝে ১টি করে কম্বল বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here