নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::
ছাত্র-জনতার গণঅভুত্থানে নিহত শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল নীলফামারী পৌর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসুচি শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে নীলফামারী প্রেসক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এই কর্মসুচির উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি(ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান ও সহ-সভাপতি হামিদুল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক নুর আল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এরআগে প্রেসক্লাবের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর তাঁতীদলের আহবায়ক শাহরিয়ার হুসাইন হাবিলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন নীলফামারী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন শাহ। সভায় বিভিন্নজনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় জেলা তাঁতীদলের ক্রীড়া সম্পাদক সাকিব আনোয়ার, সহ সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী, প্রচার সম্পাদক ফেরদৌস আহমেদ, পৌর কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস ও যুগ্ম আহবায়ক শাহিন ইসলাম উপস্থিত ছিলেন।
পৌর তাঁতীদলের আহবায়ক শাহরিয়ার হুসাইন হাবিল জানান, শহরের বিভিন্ন এলাকায় তিন হাজার গাছের চারা রোপণ করা হবে। আজ থেকে শুরু হলো। পর্যায়ক্রমে পাড়া মহল্লা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে।