নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::
কোটা আন্দোলন ঘিরে নীলফামারীর ঘিরে নীলফামারীর সৈয়দপুরে গ্রেফতার মিনহাজ পায়েলকে জামিন দিয়েছে আদালত।র মিনহাজ পায়েল সৈয়দপুর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে এবারে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।
শনিবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সহদেব চন্দ্র রায় তাকে জামিন দেন।
নিয়ামতপুর বানিয়াপাড়া এলাকার ইমদাদুল হকের ছেলে পায়েল। গত ১৯জুলাই রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন পায়েল।
এইচএসসি পরীক্ষার্থী মিনহাজ পায়েলের আইনজীবী অর্জুন বিশ্বাস জানান, সন্দেহভাজন হিসেবে পায়েলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ।
ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামি কি করেছে তার কোন ব্যাখ্যা এজাহারে না থাকায় ভবিষ্যতের কথা চিন্তা করে বিজ্ঞ বিচারক ৫০০ টাকার বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন।