নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নীলফামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব) এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এই কর্মসুচি জেলা শহরের পৌরবাজারস্থ বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকালে কর্মসুচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার।

বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম ও সহ-সভাপতি মীর সেলিম ফারুক বক্তব্য দেন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক ও মোক্তার হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো ও সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্টের আহবায়ক প্রবীর গুহ রিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম ও বিসিডিএস নীলফামারীর সভাপতি মাসুদ রানা মাসুম এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. রেজওয়ান জুবায়ের সোহেলের তত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ব্যবস্থাপত্র ছাড়াও বিনামুল্যে ঔষধ প্রদান করা হয় আগত রোগীদের।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম জানান, দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং সংগৃহিত রক্ত দরিদ্র রোগীদের প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here