নূর আলম, নীলফামারী প্রতিনিধি ::
‘ক্রীড়াঙ্গণের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় ও আন্তজার্তিক ক্রীড়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সঞ্চালনায় সভায় নেজারত ডেপুটি কালেক্টর রিয়াজ উদ্দিন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বক্তব্য দেন।
এরআগে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।