ঢাকা মহানগর ছাত্রদলের ৫০ নং ওয়ার্ড সভাপতি ইসমাইল হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের সাহিত্য সম্পাদক সোহেলের গুপ্ত হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার দুপুর বারটায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হয়।
জেলা ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী আক্তারুজ্জামান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সালাম বাবলা, এনামুল হক এনাম, তারিফ হোসেন, মারুফ পারভেজ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার ও তার দলীয় ক্যাডারটের অত্যাচারে দেশের মানুষ দিশেহারা। তারা বুঝতে পেরেছে আগামী নির্বাচনে এ দেশের শান্তিপ্রিয় মানুষ আওয়ামী লীগকে ভোট দেবেনা। তাই সরকার একদলীয় শাসন কায়েক করতে ক্যাডারদের দিয়ে ছাত্রদলের মেধাবী নেতা-কর্মীদের হত্যা করছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নূর আলম/নীলফামারী