নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে ‘কণ্ঠে ঝড়–ক যুক্তির ধ্বনি’ প্রতিপাদ্যে নীলফামারীতে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে কর্মশালার আয়োজন করে রংপুর ডিবেটিং সোসাইটি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সলেমান আলী, জেলা কালচারাল কর্মকর্তা কে এম আরিফুজ্জামান, সমাজ সেবক ও সাংস্কৃতিক কর্মী সুহৃদ হোসেন এবং সমাজ সেবক ও সাংস্কৃতিক কর্মী মাহামুদ হাসান অয়ন ও ইনসাফ কল্যাণ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার সভাপতি আখতারুজ্জামান খান বক্তব্য দেন।

রংপুর ডিবেটিং সোসাইটির পরিচালক রাকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন তরুণ উদ্যোক্তা প্রজেক্ট নীলফামারীর লিডার রাশেদুজ্জামান জিহাদ।

রংপুর ডিবেটিং সোসাইটির সদস্য হোসনে আরা রাবিতা জানান, জেলা শহরের নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স একাডেমি,কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজের প্রায় চার’শ শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করে। এরআগে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও কুড়িগ্রাম জেলায় একই কর্মশালা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here