নূর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নীলফামারীতে ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করে জেলা প্রশাসন। এ উপলক্ষে নীলফামারী সরকারী কলেজ বধ্যভুমিতে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা তথ্য অফিসের উদ্যোগে বিভিন্ন স্থানে আলোকচিত্র প্রদর্শণ, ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থণা এবং শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, সদর উপজেলা পরিষদ ছাড়াও বিভিন্ন দফতর, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে বীর শহিদদের প্রতি।

শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হাসিবুর রমহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহিন বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here