নূর আলম, নীলফামারী প্রতিনিধি ::
‘বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ শ্লোগানে নীলফামারীতে ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন, সমাজ সেবা কার্যালয়, প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র নীলফামারীর উদ্যোগে র্যালি এবং আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ আল ফারুক, নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলু বক্তব্য দেন।
প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা কর্মকর্তা শাহজাহান আলী।
এরআগে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।