নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::
‘বহুভাষায় শিক্ষার প্রসার : পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে নীলফামারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নীলফামারীর আয়োজনে কর্মসুচির মধ্যে ছিলো র‌্যালি ও আলোচনা সভা।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল করিম।
উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নীলফামারীর সহকারী পরিচালক জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, নীলফামারী থানার পরিদর্শক আবু সাঈদ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল আলম, গণ উন্নয়ন কেন্দ্রের জেলা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, জেলা প্রোগ্রাম
ম্যানেজার মমতাজুল ইসলাম, নীলফামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক ভুষন চক্রবর্তি, গোড়গ্রাম উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক জবা রায় বক্তব্য দেন।
এরআগে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here