নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে নীলফামারীতে শেষ হয়েছে তিনদিনের জেলা ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করেন ঢাকাস্থ কাকরাইল মসজিদের মুকিম মাওলানা মনির বিন ইউসুফ।
শনিবার দুপুর ১২টায় শুরু হয়ে মোনাজাত চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
এরআগে বৃহস্পতিবারে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।
নীলফামারী ছাড়াও আশপাশ জেলার মুসল্লিবৃন্দ এতে অংশ নেন।
আখেরি মোনাজাত ঘিরে ইজতেমা প্রাঙ্গণ ছাড়াও আশপাশের প্রায় ৫কিলোমিটার এলাকাজুড়ে ছিলো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি। সকাল থেকে মানুষের স্রোত নামে ইজতেমার দিকে।
জেলা তাবলীগ জামায়াতের আমীর নীলফামারী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দিদারুল ইসলাম জানান, ইন্দোনেশিয়া ও মালেয়শিয়ার ৩২জন মেহমান এতে অংশ নেন।
পুলিশ সুপার মোর্শেদ আলম জানান, ইজতেমা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়া সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে ছিলো ট্রাফিক পুলিশ।