ডেস্ক রিপোর্ট::  প্রত্যাহার হওয়া দেশের ২৫টি জেলায় সোমবার নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয় সরকার। এরমধ্যে সিলেটের ডিসি হন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পি কে এম এনামুল করিম। তবে একদিনের মাথায় এনামুল করিমের নিয়োগ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন করে সিলেটের ডিসি হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এনামুল করিমের নিয়োগ বাতিল প্রসঙ্গে প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে পি কে এম এনামুল করিমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ/বদলি আদেশে তার জন্য প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here