আকতার জামিল, নওগাঁ থেকে ::
নওগাঁর নিয়ামতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে বইপড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ১০:০০ টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: মাহমুদুল হাসান।
প্রতিযোগিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার ছোটগল্পটি নির্ধারণ করা হয়। বিদ্যালয়ের নবম শ্রেণীর ৫৬ জন ছাত্র-ছাত্রী এ বইপড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এর মধ্যে সর্বোচ্চ মার্কস প্রাপ্ত তিনজনের প্রত্যেককে তিনটি করে বই উপহার এবং সার্টিফিকেট প্রদান করা হয়।