নওগাঁর নিয়ামতপুরে উপজেলার গুজিশহর মেলায় শুক্রবার রাতে জাল টাকাসহ সেলিম আহমেদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে শনিবার নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত বোনগাঁ চান্দল গ্রামের আবুল কাশেমের ছেলে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ সাফিউল আলম জানান, মেলার পূর্ব পার্শে একটি পান ও বিড়ির দোকানদানে গ্রেফতারকৃত সেলিম আহমেদ সিগারেট নিয়ে একটি ১০০ টাকার নোট দিলে দোকানদার সেটিকে জাল মনে হয়। এরপর মেলার কমিটির সদস্যদের বিষয়টি অবহিত করেন।

মেলার সাধারণ সম্পাদক ও গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সন্দেহ হলে রাতেই থানা পুলিশকে জানান। সংবাদ পেয়ে থানার এসআই হামিদুল হক সেখানে উপস্থিত  হন এবং তাকে তল্লাসি করে আরও ৯টি একই নম্বরের ১০০টাকার জাল নোট পান।

এ ব্যাপারে মেলার সাধারণ সম্পাদক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। শনিবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তন্ময় ভৌমিক/নওগাঁ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here