গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি ::

দীর্ঘ ৫ মাস ৬ দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে। ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। প্রতি মেট্রিকটন পেঁয়াজের রফতানি মুল্য ধরা হয়েছে ৫৫০ মার্কিন ডলার। ৩০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে ভারতীয় ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।

আমদানিকারকেরা পেঁয়াজ আমদানির অনুমতি পাওয়ার পর ইতোমধ্যে দু-একজন এলসি খুলেছেন,আবার কেউ খোলার অপেক্ষায় আছেন। কিন্তু ভারত পেঁয়াজ রফতানিতে আগে যে ৪০ ভাগ শুল্ক আরোপ করেছিল সেটি প্রত্যাহার না করার কারণে পেঁয়াজ আমদানি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল। তবে ৪০ ভাগ শুল্ক দিয়েই পেঁয়াজ আমদানি করছেন বগুড়া আমদানিকারক মেসার্স আর এসবি এন্টার প্রাইজ।

এ পর্যন্ত হিলি স্থলবন্দরের ২০ জন আমদানিকারক ২৭ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন। যারা আইপি (আমদানির অনুমতি) পেয়েছেন তারা এলসি খুলে পেঁয়াজ আমদানি করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here