গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি(দিনাজপুর) প্রতিনিধি ::

বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত ও নির্যাতনের স্বীকার নেতাকর্মীদের নিয়ে দিনাজপুরের হাকিমপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য দেন ।

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।আলোচনা সভা শেষে প্রধান অতিথি আহত ও নির্যাতনের স্বীকার ৩৬ জন নেতাকর্মীর হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

তিনি বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের স্বীকার সকল নেতাকর্মীদের পাশে বিএনপি আছে এবং থাকবে। তিনি উপস্থিত নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামীর জন্য দলের হয়ে
কাজ করার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here