ডেস্ক রিপোর্ট ::সুতরাং, বিনিময়, ডুমুরের ফুল, বসুন্ধরা’র মতো বেশকিছু চিরায়ত ছবির নির্মাতা সুভাষ দত্ত ষাটের দশকের প্রথমদিকে চলচ্চিত্র জগতে পা রাখেন। কাট কপি পেস্ট না করে নিটোল প্রেমের গল্প বলে গেছেন তিনি।

ঢালিউডকে দিয়েছেন কবরী, সুচন্দা, ইলিয়াস কাঞ্চনসহ এক ঝাঁক তারকা। ২০১২ সালের এই দিনে লোকান্তরিত হন এই নির্মাতা ও অভিনেতা।

শুরুটা তার সিনেমার পোস্টার আঁকা দিয়ে। বাংলাদেশের প্রথম সবাক সিনেমা মুখ ও মুখোশের পোস্টার ডিজাইনার ছিলেন তিনি। এদেশ তোমার আমার সিনেমা দিয়ে শুরু হয় রুপালী পর্দায় অভিনয়।

১৯৬৪ সালে পূরণ হয় স্বপ্ন।  নির্মাণ করেন নিটোল প্রেমের ছবি ‘সুতরাং’।  পাকিস্তান-ভারত-কানাডায় মুক্তি পেয়ে গড়েছিল আয়ের রেকর্ড।এই সিনেমা দিয়েই পর্দায় অভিষেক হয় মিষ্টিকন্যা বলে খ্যাত কবরীর।

তারপর একে একে নির্মাণ করেন কাগজের নৌকা, আর্বিভাব, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, বসুন্ধরাসহ বেশ কিছু ব্যবসায় সফল সিনেমা।

শিশুতোষ সিনেমা ডুমুরের ফুল তাকে নিয়ে যায় অন্য উচ্চতায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একুশে পদকে ভূষিত হয়েছেন এই নির্মাতা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here