জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, বিরোধী দলে যাওয়ার জন্য নয়, নির্বাচন করবো ক্ষমতায় যাওয়ার জন্য। আজ আমরা শক্তিশালী হয়েছি। আমাদের নীতি হবে ‘ডু অর ডাই’।
তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে সারাদেশের মানুষ জানবে জাতীয় প্রার্থী সব আসনে প্রার্থী দেবে। এখনতো কারো মনে কোনো প্রশ্ন নেই। তিনি আরো বলেন, আমি এখনো মনোবল হারাইনি।
সুস্থ থেকে আগামী দিনে ক্ষমতায় যেতে দলের নেতৃত্ব দিতে চাই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। শনিবার সকালে গুলশানের একটি হোটেলে তিস্তা লংমার্চ সফল করায় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় সভায় এরশাদ এসব কথা বলেন।