আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এসেছেন। আসছে জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের ইশতেহার তৈরির কাজ শুরু হয়েছে।

শনিবার বিকাল ৪টা ২৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। এখানেই তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর শনিবার দ্বিতীয়বারের মতো ধানমন্ডির কার্যালয়ে গেলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বিকাল চারটা ২৫ মিনিটে ধানমন্ডির কার্যালয়ে পৌঁছান। রবিবার সুইজারল্যান্ড সফরের আগে সেখানে তিনি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন।’

আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনও এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সর্বশেষ ২০১৪ সালের ৭ নভেম্বর শুক্রবার বিকালে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। এর আগে, ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here