শনিবার নারায়ণগঞ্জে সপরিবারে বনভোজন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও নরসিংদি-৫ আসনের সরকার দলীয় এমপি রাজিউদ্দিন আহম্মেদ রাজু। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কায়েমপুরে অবস্থিত প্যারাডাইস কেবলস কারখানায় এ বনভোজনে রাজুর সঙ্গে স্ত্রী ও পরিবারের ১০ জন সদস্য ছিলেন। তবে তার নারায়ণগঞ্জে এ বনভোজনের খবরটি সকাল থেকে প্রশাসন চেপে যাওয়ার চেষ্টা করলেও দুপুরে তা প্রকাশ হয়ে যায়।
উল্লেখ্য, গত ১ নভেম্বর নরসিংদির জনপ্রিয় পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকান্ডের পর থেকে মন্ত্রী রাজু তার নির্বাচনী এলাকায় যেতে পারছেন না বলে স্থানীয়দের মাঝে বিভিন্ন ধরনের গুঞ্জন রয়েছে। আলোচিত ওই হত্যাকান্ডের সঙ্গে রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহম্মেদ বাচ্চুর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
লোকমান হত্যার পর মন্ত্রীত্ব থেকে রাজুর অপসারণ ও তার বিরম্নদ্ধে এলাকায় বিক্ষোভ করেছে বিরোধী পক্ষের লোকজন।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী রাজু ও তার পরিবারের লোকজন কয়েকটি গাড়িতে চড়ে পুলিশের কঠোর প্রহরায় প্যারাডাইস কেবলস প্রতিষ্ঠানে প্রবেশ করেন। সেখানে তাকে অর্ভথ্যনা জানান প্যারাডাইস কেবলস এর মালিকপক্ষের লোকজন।
রাজু প্রতিষ্ঠানের ভেতরে পুকুরের তীরে বসে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়েই দিনের বেশিরভাগ সময় পার করেন। মাছ ধরার জন্য আগে থেকেই সেখানে ছোট একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। ওই মঞ্চে বসেই রাজু পুকুর থেকে মাছ শিকার করেন। মাছ ধরার সময়ে মন্ত্রী রাজুর আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। রাজুর পরিবারের অন্য সদস্যরা এসময় মাছ ধরা, বাগানে ঘোরা ও নৌকায় চড়ে সময় কাটান।
উল্লেখ্য, প্যারাডাইস কারখানার ভেতরে ব্যাপক বনায়ন করা হয়েছে। বিকেলে ৫টায় প্যারাডাইস কেবলস এর নির্বাহী পরিচালক সাবেক জাতীয় ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ মোবাইল ফোনে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজু স্বস্ত্রীক কারখানার ভেতরে আসেন। দুপুর থেকে বিকেল পর্যনত্ম রাজু ও তার পরিবারের সদস্যরা এখানে মাছ শিকারসহ বনভোজন করেছেন।
বিদ্যুৎ বলেন, এটা বনভোজন। সরকারি কোনও অনুষ্ঠান নয়। মন্ত্রীর সঙ্গে প্রতিষ্ঠানের মালিকের পূর্ব পরিচয়ের সূত্র ধরেই তিনি এখানে এসেছেন।
এদিকে, মন্ত্রী রাজুর আকষ্মিক এ সফর নিয়ে সকালেই নড়েচড়ে বসেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী রাজু ও তার সঙ্গে আসা গাড়িবহর কঠোর নিরাপত্তা ব্যবস্থায় প্যারাডাইস কেবলস কারখানায় নিয়ে আসা হয়। সেখানে দুপুরে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাহার হোসেন, ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রমুখ।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোতাহার হোসেন ইউনাইটেড নিউজ ২৪ ডট কমকে বলেন, ‘প্যারাডাইস কেবলস মালিকের সঙ্গে মন্ত্রী স্যারের বন্ধুত্বের সূত্র ধরে তিনি এখানে অবসর সময় কাটাতে এসেছেন।’
ফতুল্লা মডেল থানা ওসি আবদুল মতিন জানান, মন্ত্রীকে নিরাপত্তা প্রদানের জন্য থানা পুলিশ তাদের নিয়মমাফিক ডিউটি করেছে। সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মন্ত্রী প্যারাডাইস কেবলস এর ভেতরে অবস্থান করছিলেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ