ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা :: 
সমন্বিত গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে  নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 
প্রায় দেড় ঘন্টারও বেশি সময় প্রশাসন ভবন তালাবদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাসে তালা খুলে দেন শিক্ষার্থীরা।
আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে আন্দোলন করেন।  এ সময়  ‘জবি যখন স্বাধীন, ইবি কেনো পরাধীন’, ‘সাস্ট যখন স্বাধীন, ইবি কেন পরাধীন’, ‘খুবি বাহিরে, আমরা কেনো গুচ্ছে’সহ ইত্যাদি স্লোগান দেন। একপর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে কথা বলেন উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী। এ সময় তিনি আগামীকাল উপাচার্যের সঙ্গে আলোচনার আশ্বাসে দিলে প্রায় দেড় ঘণ্টা পর ভবনের তালা খুলে দেয় শিক্ষার্থীরা।
উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, ‘ভাইস চ্যান্সেলর এখন ক্যাম্পাসে নেই। তিনি আজকে আসবেন এবং আগামীকাল বিকেল ৩টায় ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বসবেন। সবার সঙ্গে বসে আমরা গুচ্ছে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here