আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:: ঈদের চারদিন পর গত ২০ জুন বুধবার রাতে বাসা থেকে বড় ভাই জয়নাল আবেদীন (১৪) ও ছোট ভাই জামাল উদ্দিন মফিজ (৯) বছর বের হয়ে যায়। নিখোঁজের পর থেকে তাদের অসহায় মা জাহানারা বেগম তাদের অনেক খোঁজাখুজি করেও সন্ধান না পেয়ে ভেঙ্গে পড়েছে।
নিখোঁজ সন্তানদের ফিরে পেতে সম্ভাব্য সব স’ানে খুঁজে না পেয়ে কান্না আর আহাজারী করছেন অসহায় মা। তিনি খাগড়াছড়ি জেলা সদরের আনন্দনগর আলমগীর মিস্ত্রীর বাসায় ভাড়া থাকেন। তাদের পিতা: মোস্তাফিজুর রহমান (হারুন) খাগড়াছড়ির নিচের বাজার এলাকায় সুটকী ব্যবসা করেন বলে জানা যায়।
অভাবের সংসারে স্বামী পরিত্যাক্তে অসহায় ঐ মহিলা তার সন্তানদের খুজে বেড়াচ্ছে। কোন হৃদয়বান ব্যক্তি তাদের সন্ধ্যান পেলে নিম্ন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। মোবাইল: ০১৮২৯১৭৯৮৭১,০১৮৮২০৫১৯৭৫।