তানসেন আলম, বগুড়া প্রতিনিধি :: বগুড়ার কাহালুতে তালাবদ্ধ বাড়ি থেকে এস এম শাহরিয়ার (৪৮) নামের নিখোঁজ এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার হাম্বাশপুর গ্রামের মৃত মনিরুদ্দিনের ছেলে। শাহরিয়ার ‘উদ্দীপন’ নামের এনজিওর কাহালু শাখায় এফপিও পদে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যার আগে দামাই গ্রামের আজাদের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের সময় ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

কাহালু থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মাহমুদ হাসান জানান, দামাই গ্রামের আজাদের ওই বাড়িতে প্রায় দেড়মাস আগে থেকে ভাড়া থাকত শাহরিয়ার। গত ১৭ সেপ্টেম্বর দুপুরের পর থেকে শাহরিয়ার নিখোঁজ হন। ওইদিন সকালে তিনি ঋনের কিস্তি আদায় করতে গিয়ে আর ফেরেননি।

দুপুরের দিকে মোবাইল ফোনে তার সহকর্মী শহিদুল ইসলামের সাথে যোগাযোগ হলেও তিনি আর অফিসে ফেরেননি। বৃহস্পতিবার সন্ধ্যার আগে তালাবদ্ধ ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। এরপর পুলিশ বাড়ির তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘর থেকে মরদেহ উদ্ধার করে। কিন্তু মরদেহ উদ্ধারের সময় ওই বাড়িতে তালা দেয়া ছিল। ওই বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

উদ্ধারকৃত মরদেহের মাথায় আঘাতের চিহ্ন ছিল। ধারনা করা হচ্ছে ১৭ সেপ্টেম্বর তাকে হত্যা করে বাড়ির লোকজন আত্মগোপন করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here