ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা টেলিভিশন (এটিভি, ইউএসএ) প্রেজেন্টস ‘আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস ‘২৪’। আগামী ২৪ নভেম্বর (রোববার) নিউ ইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। বাংলাদেশ ও ভারতের বিনোদন জগতের সেরা তারকারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বাংলাদেশি গ্লোবাল ডায়াসপোরা কাউন্সিল ও বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন এন্টারটেইনমেন্টের আয়োজনে এ অনুষ্ঠানের টাইটেল স্পন্সর থাকছেন আশা টেলিভিশন (এটিভি, ইউএসএ)।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্কের জামাইকার আশা হোম কেয়ারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আয়োজবৃন্দ।
এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন জানান, আমরা এবারে নিউ ইয়র্কে ব্যতিক্রমধর্মী ‘আইনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস ‘২৪’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আমরা বহুদিন ধরেই বাংলাদেশের খ্যাতিমান তারকাদের বহিঃবিশ্বে পরিচিতি করে দেওয়ার চেষ্টা চালাচ্ছি। খ্যাতিমান তারকাদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি করে তুলে ধরাই আমাদের মুল উদ্দেশ্য। এবারে সেই সুযোগ আসছে বলে উল্লেখ করেন তিনি।
পিয়াল বলেন, ২০২০ সাল থেকে আমরা ‘আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস’ শুরু করি। প্রতি বছর আমরা ঢাকা ও কলকাতায় নিয়মিতভাবেই এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠান করে আসছি। এবার বিজনেস অ্যাওয়ার্ডস যারা পাচ্ছেন তারা সকলেই বাংলাদেশ থেকে আসছেন। বাংলাদেশ ও ভারতের বিনোদন জগতের সেরা তারকাদের পুরুস্কার প্রদানের ব্যাপারে একটি নির্দিষ্ট জুরি বোর্ড থাকবে, তারাই নির্বাচন করবেন সেরা তারকাদের। ফ্যাশন শো তে হাঁটবেন বাংলাদেশের একঝাঁক তারকা।
এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন দীর্ঘ ২৭ বছর ধরে আপন মহিমায় সুনামের সাথে শোবিজ অঙ্গনে কাজ করে যাচ্ছেন। প্রথমবারের মত এ আয়োজন দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদী পিয়াল। পিয়াল শুধু ব্যক্তি পিয়াল নন, পিয়াল মানেই বাংলাদেশ বলে জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আশা টেলিভিশন (এটিভি, ইউএসএ)-এর প্রেসিডেন্ট ও সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান বলেন, আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস একটি ব্যয়বহুল অনুষ্ঠান। আমাদের আশা গ্রুপের নতুন প্রতিষ্ঠান আশা টেলিভিশন (এটিভি, ইউএসএ) এ অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে কাজ করছেন। অনুষ্ঠানটি সফল করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। এজন্য তিনি নিউ ইয়র্কের সকল প্রিন্ট ও ইলেট্রোনিক্স মিডিয়ার কর্মীদের সহযোগিতা কামনা করেন।
‘আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস ‘২৪ এর আমন্ত্রিত তারকারা হলেন- অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, সাদিয়া জাহান প্রভা, মন্দিরা চক্রবর্তী, জায়েদ খান, মামনুন ইমন, নিরব হোসেন, আবদুন নূর সজল, সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন, আঁখি আলমগীর, তানভীর তারেক, স্বপ্নীল সজীব, রেশমী মির্জা, মডেল নিবিড় আদনান নাহিদ ও জেরিন এবং ভারতের টলিউড তারকা পায়েল সরকার। অনুষ্ঠান উপস্থাপনা করবেন দেবাশীষ বিশ্বাস, শারমিন সিরাজ সোনিয়া ও সাদিয়া খন্দকার। এছাড়াও আরও বেশ কয়েকজন তারকাদের আমন্ত্রণ জানানো হবে বলে আশা করছেন আয়োজবৃন্দ।
নিউ ইয়র্কের সাংবাদিক হাসানুজ্জামান সাকীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আশা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও ইঞ্জিনিয়ার আকাশ রহমান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক ও ঢাকা থেকে আগত মডেল নিবিড় আদনান নাহিদ ও বাংলাদেশি গ্লোবাল ডায়াসপোরা কাউন্সিলের প্রেসিডেন্ট মো. লিটন আহমেদ, সাদিয়া খন্দকার ও শারমিন সিরাজ সোনিয়া বক্তব্য দেন।
আয়োজবৃন্দরা জানান, আইকনিক স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিতির জন্য সবাইকে টিকেট সংগ্রহ করতে হবে। টিকেটের নির্ধারিত মূল্য ৫০, ১০০ ও ২০০ ডলার। অনলাইনে অগ্রিম টিকেট সংগ্রহ করা যাবে- https://globaliconicawards. org/ticket