ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম মজুমদার সাধারন সমাপদক নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১৯ নভেম্বর) দুপুরে বার্ষিক সাধারন সভা শেষে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৭৬ জন ভোটারের মধ্যে ৭০ জন তাদের ভোট প্রদান করেন। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের এবারের ৯টি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দু’টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুই প্রার্থী।
সভাপতি পদে মনোয়ারুল ইসলাম ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বি প্রার্থী এবিএম সালাউদ্দিন আহমেদ পেয়েছেন ৩০ ভোট, সহ-সভাপতি পদে শেখ সিরাজুল ইসলাম পেয়েছেন ৫২ ভোট, প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিমন ইসলাম পেয়েছেন ১৭ ভোট, সাধারন সম্পাদক পদে মমিনুল ইসলাম মজুমদার পেয়েছেন ৪৩ ভোট, প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফরিদ আলম পেয়েছেন ২৭ ভোট, যুগ্ম-সাধারন সম্পাদক পদে আলমগীর হোসেন সরকার পেয়েছেন ৩৮ ভোট, প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ খোরশান পেয়েছেন ১৫ ভোট, অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী এসএম সোলায়মান পেয়েছেন ১৩ ভোট, কোষাধ্যক্ষ পদে রশিদ আহমেদ ও দপ্তর সম্পাদক পদে মাহাথির খান ফারুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ ইলিয়াস খসরু পেয়েছেন ৫৪ ভোট, প্রতিদ্বন্দ্বি প্রার্থী আমীর পারভেজ পেয়েছেন ১৭ ভোট, নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন রওশন হক (৫৭ ভোট), এসএম জাহিদুর রহমান (৫৫ ভোট), আবিদুর রহিম (৫৪ ভোট) ও মুস্তাফিজুর রহমান (৪২ ভোট)।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে-আনোয়ার হোসেন মঞ্জু, হাবিব রহমান ও এবিএম সালেহ উদ্দিন। তাদেরকে সহযোগিতা করেন চৌধুরী মোহাম্মদ কাজল।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here