পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

স্টাফ রিপোর্টার :: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ৪৯ জন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন অন্তত ৪৮ জন।

নিহতদের মধ্যে বাংলাদেশির সংখ্যা দুজন বলে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার ঢাকায় কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডি ক্যাবের এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তখন তাৎক্ষণিকভাবে প্রবাসী বিভিন্নজনের কথার সূত্র ধরে ওই তথ্য দেয়া হয়েছিল, এখন দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

অন্যজন হলেন হোসনে আরা। তিনি একজন গৃহবধূ ছিলেন।

নিহত বাংলাদেশিদের পরিবার ও আহতদের খোঁজখবর নেয়ার পাশাপাশি তাদের সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল শফিকুর রহমান ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের দুজন কর্মকতা ক্রাইস্টচার্চে গেছেন।

শাহরিয়ার বলেন, এই ঘটনার পর থেকে তিনজন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। আহত অবস্থায় হাসপাতালে রয়েছেন আরও পাঁচজন।

নিখোঁজরা হলেন- মোজাম্মেল হক, জাকারিয়া ভইয়া ও শাওন।

হাসপাতালে ভর্তি আছেন লিপি, মুনতাসীম, শেখ হাসান রুবেল, শাহজাদা আক্তার ও ওমর ফারুক।

এদের মধ্যে লিপি ও মুনতাসীমের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

যে কোনো তথ্য বা সাহায্যের জন্য অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে সবাইকে।

এর আগে শুক্রবার অকল্যান্ডে বাংলাদেশের কনসালের মাধ্যমে হাইকমিশন বাংলাদেশিদের ও সাধারণ নাগরিক এবং ক্রাইস্টচার্চের বাসিন্দাদের শান্ত থাকতে, ভেতরে থাকতে, ওই স্থানগুলো এড়িয়ে চলতে এবং আইন প্রয়োগকারীর নির্দেশনাবলি মেনে চলার জন্য বার্তা পাঠানো হয়।

বাংলাদেশের কনসাল শফিকুর রহমানের সঙ্গে +৬৪২১০২৪৬৫৮১৯ মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

এছাড়াও নিউজিল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি যোগাযোগের নম্বর দেয়া হয়েছে।

ক্যানবেরায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তারেক আহমেদ +৬১৪৫০৬৫৭০৪৬।

এছাড়া জরুরি যোগাযোগের আরও দুটি নম্বর দেয়া হয়েছে। নম্বরগুলো হলো +৬১৪২৪৪৭২৫৪৪ ও +৬১৪৫০১৭৩০৩৫।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here