ইমা এলিস/ বাংলা প্রেস, নিউ ইয়র্ক ::
নিউ ইয়র্কে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন (জেবিএ)। বৈরি আবহাওয়া উপেক্ষা করে প্রায় ৩ শতাধিক বিদেশি ও বাংলাদেশিদের মাঝে গত বুধবার (৬ ডিসেম্বর) উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের বাংলা সংবাদমাধ্যম বাংলা প্রেস এ খবর জানিয়েছে।
প্রতি বছর শীত মৌসুমে কনকনে হিমেল হাওয়া, তুষারপাত ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী, বাস্তুহারা মানুষদের উপর বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের স্বভাবিক জীবন যাত্রার পথ ব্যহত হয়। সেই সব শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সাহায্য ও সহানুভূতির হাত প্রসারিত করে জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন মানবিক কাজ করেছে। কম্বল বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স বরোর প্রেসিডেন্ট ডোনাভান রিচাডর্স।
বুধবার দুপুরে ১৬৯ স্ট্রীট ও জ্যামাইকা এভিনিউয়ে প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইঙ্ক’র সভাপতি গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও এবং সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ।
আলোচনায় অংশ নেন সংগঠনের উপদেষ্টা এম এ ওসমান গনি, বিশিষ্ট সমাজসেবক ফখরুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, সহ-সভাপতি রীনা সাহা, সহ-সাধারণ সম্পাদক আনজাম সিদ্দিকী রাফি, সাংগঠনিক সম্পাদক-লুৎফর রহমান, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ আহনাফ আলম।
জেবিএ‘র সভাপতি শাহনেওয়াজ বলেন, নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ কাজই মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যায়। তিনি বলেন, ছোট্ট এই প্রচেষ্টা দ্বারা জ্যামাইকায় বসবাসকারী শীতার্ত সব মানুষের শীত নিবারণের জন্য প্রয়োজনীয় শীত বস্ত্র দেওয়া সম্ভব নয়। কিন্তু আমাদের এই ছোট উদ্যেগের ফলে কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। এটা নতুন এ সংগঠনের স্বার্থকতা বলে তিনি মনে করেন। তিনি জাতি-ধর্ম-বর্ণ, দলমত-নির্বিশেষে সমাজের ধনাঢ্য ও বিত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে অবশ্যই দাঁড়ানোর আহবান জানান।
কম্বল বিতরণ অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির মেয়রের প্রতিনিধি, মূলধারার রাজনীতিক, সাংবাদিকসহ আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান বাবু, মরিয়ম মারিয়া, জলি আহমেদ, এডভোকেট কামরুজ্জামান বাবু, সামিউল করিম আলমগীর,বদরুদ্দোজা সাগর, মোতালিব সিকদার, মোস্তফা অনিক রাজ, বেলাল আহমদ, বদরুদ্দোজা সাগর, মোসলেহউদ্দিন খান সেলিম, মাহবুবুল ফিরোজ ও হুমায়ুন কবীর তুহিন প্রমূখ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here