আন্ত:জেলা ডাকাত দলের সদস্য চিহ্ণিত মাদক ব্যবসায়ি শফিকুল ইসলাম জামালকে (৩৫) ৩ সহযোগি এবং ৬০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে ফতুলা মডেল থানা পুলিশ। সোমবার গভীর রাতে ফতুলার তক্কার মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল ইতি পূর্বে জাল টাকাসহ সোনারগাঁ থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। তার বিরম্নদ্ধে সোনারগাঁ থানায় বেশ ক’টি ডাকাতির মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত জামাল কক্সবাজার জেলার টেকনাফ থানার সুলতান মিয়ার ছেলে।
জামালের সঙ্গে গ্রেফতারকৃত অন্যরা হল-একই এলাকার আবদুল লতিফের ছেলে সলিল (৩০) এবং লক্ষীপুরের আফজাল মিয়ার ছেলে কেতাব উলাহ (৩২) এবং সেলিম (২৮)।
ফতুলা মডেল থানার ওসি, আবদুল মতিন জানান, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম জামাল, টেকনাফ থেকে ইয়াবা এবং জাল টাকা নিয়ে এসে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। এছাড়া সে আন্ত:জেলা ডাকাত দলের হয়েও কাজ করে। গ্রেফতারকৃত জামাল ও তার সহযোগিদের গত ১৪ ডিসেম্বর ফতুলার ভূইগড়ে ব্যবসায়ি ওয়াহিদুজ্জামানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ