নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় ট্রেনে কাটা পড়ে তন্ময় (১২) নামক এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা থেকে নারায়ণগঞ্জমুখী ট্রেনের নীচে কাটা পড়ে তার মৃত্যু ঘটে। নিহত তন্ময় নারায়ণগঞ্জ হাইস্কুলের ৭ম শ্রেনীর ছাত্র। সে গলাচিপা কলেজ রোড এলাকার পরিবহন মালিক আব্দুল আজিজের পুত্র।
নিহতের স্বজনরা জানায়, রোববার রাতে চটপটি খেতে বাড়ি থেকে বের হয় তন্ময়। এসময় অসাবধানতাবশত সে নারায়ণগঞ্জ রেলস্টেশনমুখী ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলস্টেশনের মাষ্টার আব্দুল আজিজ জানান, তিনি বিষয়টি শুনেছেন। তবে নিহতের পরিবার মৃতদেহ নিয়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ