নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এসভায় কমিটির সদস্যরা নারায়ণগঞ্জ জেলায় মাদকের ভয়াবহ বিস্তার, ডাকাতির ঘটনা সহ অপরাধ প্রবণতা বৃদ্ধি, শহরে যত্রতত্র অবৈধ পরিবহন স্ট্যান্ড, ইজিবাইকের সংখ্যা বৃদ্ধির কারণে যানজট নিয়েও উদ্বেগ প্রকাশ করে কমিটির সদস্যরা। এছাড়া নারায়ণগঞ্জে আবারো স্বাধীনতাবিরোধী চক্র অরাজক পরিস্থিতি সৃষ্টির আশঙ্কাও করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল। সভায় জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দসত্মগীর গাজী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন অন্য ৪টি আসনের এমপি। তবে এ সভাতেও বিগত জেলা প্রশাসক মো: সামছুর রহমানের নিষেধাজ্ঞার কারণে কমিটির সদস্য ছাড়া সাংবাদিকদের উপস্থিতি ছিল নিষিদ্ধ।
সভায় জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মো: শহীদুলাহ বলেন, বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীরা অবাধে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন তেমন কার্য্যকরী কোর ব্যবস্থা নিচ্ছে না।
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান বাদল উদ্বেগ প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জে স্বাধীনতা বিরোধী গ্রম্নপ আবারো নাশকতা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিষয়টি প্রশাসনের গভীর পর্যবেক্ষণ করা প্রয়োজন। নতুবা শানত্ম নারায়ণগঞ্জ আবারো অশানত্ম হয়ে উঠতে পারে। ইতিমধ্যে তারা বেশ কিছু পরিকল্পনা করেছে বলেও গুঞ্জন রয়েছে।
বিকেএমইএ’র সহ সভাপতি মঞ্জুরম্নল হক বলেন, নারায়ণগঞ্জ শহরে যত্রতত্র পরিবহন স্ট্যান্ড ও ইজিবাইকের কারণে শহরে প্রতিদিন ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। ইজিবাইকের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আগামী কয়েক বছর পর শহরে যান চলাচল কঠিন হয়ে পড়বে।
নারায়ণগঞ্জ-১(রপগঞ্জ) আসনের এমপি গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেন, মাদকের ভয়াবহতা রোধে জনসচেতনা বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়া শহরের প্রয়োজন বিনোদন কেন্দ্র।
সভায় অন্যদের কয়েকজন বলেন, নারায়ণগঞ্জ শহরে বিনোদন কেন্দ্র কিংবা পার্ক না থাকার কারণে যুবকেরা মাদকের দিকে ঝুকে যাচ্ছে। নারায়ণগঞ্জে গত এক মাসে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা উদ্বেগজনক।
অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খান বলেন, শহরে ইজিবাইকের চলাচলের ব্যাপারে একাধিকবার সিটি করপোরেশনকে বিষয়টি অবহিত করলেও তারা কোন ধরনের উদ্যোগ নেয়নি। আর নাশকতার ব্যাপারে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। পুলিশের কাছেও এ ধরনের খবর রয়েছে। তবে এ জন্য র্যাবের গোয়েন্দা শাখা, পুলিশ সহ আইনশৃঙ্খলা রড়্গাকারী বাহিনীর গোয়েন্দা শাখার লোকজন তৎপর রয়েছে। মাদক রোধে পুলিশ কাজ করছে।
জেলা প্রশাসক মনোজ কান্ত সভায় জানান, সড়ক ও জনপথের সংশিস্নষ্টরা অবহিত করেছে যে আগামী এপ্রিল মাসের মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের যে অংশটুকুর বেহাল অবস্থা সেটা সংস্কার করা হবে। নারায়ণগঞ্জে সড়ক পথের অনেক স্থানে রাসত্মার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কার্য্যক্রম চলছে।
জেলা প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়নে সকলকে কাজ করার আহবান জানান। বড়াল বলেন, সরকারী ভূমি অফিসগুলির কার্যক্রম মনিটরিং করা হবে। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় গৃহীত সিদ্ধানত্মসমূহ যথাযথভাবে বাসত্মবায়নের জন্য জেলা প্রশাসক সংশিষ্টদের প্রতি অনুরোধ জানান।
সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী মরিয়ম আক্তার কল্পনা, জেলা আইনজীবি সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র্যাব-১১ এর প্রধান মেজর সাইদ প্রমুখ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ