নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাপানো ৫ লাখ টাকার জাল টাকার নোট, ১ কোটি টাকার ছাপানো প্রসেড পেপার, ও জাল টাকা তৈরির সরঞ্জাম সহ বাদশা মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার গাউছিয়া মার্কেটের পেছনে সিংলাবো এলাকা থেকে ভুলতা ফাঁড়ি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ভুলতা ফাঁড়িতে পুলিশ এক সংবাদ সম্মেলন করে তাদের অভিযানের বিশদ জানান। এসময় জেলা পুলিশ সুপার শেখ নাজমুল আলম উপস্থিত ছিলেন।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে গাউছিয়া মার্কেটের পেছনে সিংলাবো গ্রামে জনৈক আলামিন মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সে ২ মাস ধরে এ বাড়ি ভাড়া নিয়ে এ জাল টাকা ছাপানোর কাজ করছি। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫ বান্ডিল বিপুল সংখ্যক জাল টাকা তৈরির প্রসেড পেপার। এসব পেপার দিয়ে প্রায় ১ কোটি টাকার জাল নোট ছাপানো যেত। এছাড়া তার কাছ থেকে ১ হাজার টাকার নোটের ছাপানো ৫ লাখ টাকা জাল টাকা, ৩টি প্রিন্টার, কালি, কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী ইত্যাদি।

বাদশা মিয়া স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে এ জাল টাকা তৈরির সঙ্গে সম্পৃক্ত। জাকির নামে তার আরো একজন পার্টনার রয়েছে। তারা জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি করতো। প্রসেড পেপারগুলো সে বিদেশ থেকে এনেছে। এ কাগজে ছাপানো জাল টাকা অবিকল মূল টাকার মতই। ফলে সহজেই মানুষ বিষয়টি ধরতে পারে না।

গ্রেপ্তারকৃত বাদশা মিয়া মৌলভিবাজার জেলার কুলাউড়া থানার বড়াই গ্রামের সামাদ মিয়ার ছেলে। #

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here