মাকসুদুর রহমান কামাল, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ১০০ পিছ ইয়াবাসহ সহ পুলিশ কনস্টেবলের স্ত্রী রানু বেগমকে (২৫) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃত রানু বেগম ঢাকার খিলগাও থানার ওয়ারলেস অপারেটর ইসমাইল হোসেন ওরফে খোকনের স্ত্রী।

শনিবার বিকেলে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে রানুকে আটক করা হয়। ইসমাইল হোসেনের পুলিশ আইডি নম্বর (বিপি৬৮৮৯০২১৭০০)। অপরদিকে শহরের চাঁনমারী এলাকা থেকে এক কেজি গাজাঁসহ স্বর্ণা নামক এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আউয়াল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের জসিমের দোকানের সামনে থেকে রানুকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা সিগারেটের প্যাকেট থেকে ১০০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃত রানু বেগমের উদ্বৃত্তি দিয়ে তিনি জানান, রানু বেগমকে কিছুদিন পূর্বে ইসমাইল হোসেন বিয়ে করেছিল। সিদ্ধিরগঞ্জ এলাকায় বন্ধুর বাড়িতে আসার কথা বলে রানুকে খিলগাও থেকে নিয়ে আসে ইসমাইল।

শনিবার বিকেলে ইসমাইল তার নিকট সিগারেটের প্যাকেটটি রাখতে দিয়ে সটকে পড়ে বলে দাবি রানুর। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন এর সত্যতা স্বীকার করেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here