নারাযণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি মুরগির খামারে বার্ড ফ্লু আক্রান্ত হওয়ায় ৬৫০টি মুরগি নিধন করা হয়েছে। মাটিতে পুঁতে ফেলা হয়েছে ১ হাজার ৭০০ ডিম। সোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা উপজেলার ব্রাহ্মনদী পূর্বপাড়া গ্রামের মঞ্জুর মিয়ার খামারের এসব মুরগি ও ডিম ধংস করেন।
আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবিএম জাহাঙ্গীর রতন ইউনাইটেড নিউজ ২৪ ডটকমকে জানান, কয়েকদিন ধরেই মঞ্জুর মিয়ার খামারের লেয়ার মুরগি হঠাৎ করতে মরতে শুরু করে। স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়ের মেডিক্যাল দল ওই খামার থেকে মুরগি এনে পরীক্ষা করলে বার্ড ফ্লু সনাক্ত হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ