র‌্যাব-১১ নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ, হুইস্কি ও বিয়ারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের পাগলায় মেরি এন্ডারসনের ভাসমান রেস্তোরায় র‌্যাব-১১ এ অভিযান চালায়। মঙ্গলবার রাত পৌনে ১২টায় শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এক সংবাদ সম্মেলন করে তাদের এ অভিযানের কথা জানান।

র‌্যাব-১১ এর ইনচার্জ মেজর  আবু সাঈদ খান জানান, মেরি এন্ডারসনের ভাসমান রেস্তোরায় দীর্ঘদিন ধরে বিদেশী মদ, হুইস্কি, বিয়ার সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি হয়ে আসছে। অবৈধ ভাবে মদ ও বিয়ার বিক্রি করে তারা বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল বলেও র‌্যাব জানতে পারে।

গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টায় মেরি এন্ডারসনে অভিযান শুরু হয়। রাত ১১টা পর্যন্ত টানা ৩ ঘণ্টার অভিযানে অভিযানে রেসেত্মারার বিভিন্ন কক্ষ তল্লাশী চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে প্রায় ৪ হাজার ক্যান বিয়ার, বিদেশী বিভিন্ন ব্র্যান্ডোর ৫৭১ বোতল হুইস্কি ও মদ। এসবের বর্তমান বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা। অভিযানের সময়ে ভাসমান রেস্তোরায় থাকা অন্তত ১৫-২০ জন বুড়িগঙ্গা নদীতে লাফিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযানে এসময় ৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো, ভাসমান ওই রেস্তোরার  কর্মচারী শাহীন, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামান এবং দীপেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here