মঙ্গলবার ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত ইসলাম গ্রম্নপে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকেরা এদিন সকাল থেকে কর্মবিরতি দিয়ে বিক্সোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করতে থাকে। শ্রমিকদের অভিযোগ মালিকপক্ষ আন্দোলনরত শ্রমিকদের নানাভাবে হুমকী প্রদান করছে।

জানা গেছে, ১১ দফা দাবিতে কারখানার শ্রমিকেরা গত মাসে আন্দোলন শুরু করে। প্রতিষ্ঠানটির মালিকপক্ষ শ্রমিকদের দাবী না মেনে কয়েকজন শ্রমিককের ছাটাই করে। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে আসলে দেখতে পান প্রতিষ্ঠানের ফটকে সুইং সেকশন অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ সাটানো রয়েছে। এসময় তারা কর্মবিরতি দিয়ে প্রতিষ্ঠানের সামনে দফায় দফায় বিড়্গোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করতে থাকে।

এ বিষয়ে নারায়ণগঞ্জস্থ ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ-৪ এর পরিচালক (পুলিশ সুপার) মাহবুব আলম জানান, বিষয়টি সমঝোতার জন্যে বিকেএমইএ, মালিকপক্ষ ও শ্রমিক নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here