Nahida Ashrafi

চিঠি

নাহিদা আশরাফী

মনোময়,
একটা লাল পেড়ে রাতের ভাঁজ খুলতেই দেখি অযত্নে পড়ে আছে এক পথ ভোলা বৃষ্টি বিকেল। নাগরিক জীবনে বৃষ্টিও কর্পোরেট হয়েছে সে বহুদিন। স্থান কাল পাত্র ভেদে রঙ বদলের স্বভাবটা সে বেশ আয়ত্ব করে নিয়েছে।

ওদিকে এই নগরও শিখে নিয়েছে বর্ষা ছাড়াই ভিজবার গোপন কৌশল। এ নগরের আনাচেকানাচে লুকিয়ে থাকা বহুবর্ণিল বিষাদের সরগম তার ভেলভেট ভায়োলিনে এখন আর কোন বিরহের সুর তোলেনা ।
তোর বেহালাটা কোথায় মনোময়?
নাকি আমার মতন ও তোর জীবনে এক খন্ডকালীন বিকেল ছিলো?
রেগে যাচ্ছিস না তো আবার ?
আচ্ছা রেগে গেলে আজও কি তোর নাক ঘামে?
আজও কি স্মৃতির মতন উপড়ে ফেলিস মাঠের ঘাস?

আমার শুধু ভয় হয় রে। যেদিন পুরো জীবন জোড়া দিতে গিয়ে আমার বা বেহালার মতন বিকেলগুলো খুঁজে পাবি না সেদিনও কি রেগে যাবি অমনি করে?
সেদিনও কি বলবি,’তুই আর বৃষ্টি- দুটোই ছন্নছাড়া, বড্ড অসময়ে আসিস।আমার ব্যস্ততা কেন বুঝিস না?’

মনোময় তোর মনে আছে একদিন সব ছেড়ে শুধু তোর হতে চেয়েছিলাম।
কি বোকা আমি,তাই না?
আজ অনুভব করি, তোকে ছেড়ে তোর ব্যস্ততা হতে পারলেই বুঝিবা বেশি পেতাম তোকে ।

ইতি

নিশ্চয়তা

 

লেখকঃ সম্পাদক,জলধি ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা,ই-মেইলঃ jolodhi1971@gmail.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here