দূরত্ব এখন ভীষন কাছে টানে
-নাহার ফরিদ খান
.
সময়ের অভিজ্ঞানে  কেবলই দুঃসংবাদ
এখন দুঃসময় । বৈরী সময় দ্বারে ওৎ পেতে থাকে।
রঙ্গিনবাক্স প্রতিদিন দলে যায় কঠিন-কোমল হৃদয়
আতঙ্ক সরীসৃপের মতো কুন্ডলী পাকায় মনঝাপিতে ।
বাঁচার তাগিদে  বেঁচে থাকে অমিয় ভালবাসা
মিলনের মোহনায় নেই  একজোড়া তৃষিত  ঠোঁট
হাতধরা মায়াবী বিকেল, খুনশুটি দস্যুতা নির্বাসনে ।
এই বৈশাখে কুন্তলে ফুলের এলোহাস্য নাই ছড়ালো
বটমূলে নয়, সুরের মূর্ছনা এখন হৃদয়ের কোনে,
চকিত চপল এক পশলা বৈশাখী মেঘে ভেজে মন
ভেজে রুদ্রপলাশের স্বপ্ন । ক্ষুধার রাজ্যে অনল
কষ্টগাঁথায় যাপিত প্রান্তিক জীবন । দিবানিদ্রায়
ঘুমায় পথ, পথিক জেগে থাকে গৃহে স্বস্হির অনেষ্বনে ।
নিয়তিনির্ভর ললাটলিখন, শূন্যে পত্রলিখা,
দূরত্ব এখন বাঁচার ঠিকানা, একটু  যেন আলো
অথচ দূরত্ব এখন ভীষন কাছে টানে ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here