কোথায় শান্তির পায়রা
নাহারফরিদ খান
 
আমি মানুষের মাঝে অমানুষ দেখেছি
ধর্মের নামে অধর্ম দেখেছি
ধমান্ধ মানুষের স্পর্ধা দেখেছি,
এখানে কোথায় মানুষ, কোথায় মানবতা ! জেগে ওঠো মহাকাল
কেন এই হলাহল! সমস্ত অন্যায়ের
বিরুদ্ধে সোচ্চার সুস্হ বিবেক, নিপীড়িত জনতার ঢল।
আমি অভুক্ত কঙ্কালসার মানুষের মানবেতর জীবন- যাপন দেখেছি সোমালিয়ায়,ধর্মান্ধ মানুষের স্পর্ধা দেখেছি নানা জায়গায়,বর্ন বিদ্বেষ দেখেছি আফ্রিকায়,মানুষ মারার মহড়া দেখেছি বসনিয়ায়, ধর্মকে পুজি করে রাজনীতির কড়চা দেখেছি অবলীলায়।আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান যাই হইনা কেন, সবার উপরে মানুষ হতে পারিনা কেন! মিথ্যার জাল,ঈর্ষার ছল,হিংসার লেলিহান শিখা জ্বলে দিকে দিকে,আগ্রাসনের থাবা মেলা ছলে – বলে কৌশলে। শান্তির দূতেরা কোথায়! কোথায় শান্তির সফেদ পায়রা। ওরা কি উড়ে গেছে পৃথিবীর লোকালয় থেকে !
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here