চট্টগ্রাম : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবু নগরী নাস্তিকদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাশের জন্য সরকারের প্রতি আবারও অহবান জানিয়েছেন।

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, এদেশে হিন্দু বৌদ্ধ খিষ্ট্রানসহ সব ধর্মের লোকজন বসবাস করতে পারবে কিন্তু কোন নাস্তিক এদেশে থাকতে পারবে না।

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে হেফাজতে ইসলাম বাংলাদেশ  আয়োজিত দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবু নগরী আরো বলেন, আল্লাহ ও তার রাসূলের (স.) সাথে বেয়াদবি করলে কারো শরীরের সাথে মাথা থাকতে পারে না। কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই এর ফয়সালা সরকারের উপর ছেড়ে দিয়েছি।

সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব  আজিজুল হক ইসলামাবাদী, দারুল উলুম মাদ্রাসার  মুহাদ্দিস মাওলানা ফোরকান আহমেদ প্রমুখ।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির মধ্যেও ধর্মপ্রাণ  মানুষের ঢল নেমেছে চট্টগ্রামের লালদীঘি ময়দানে।

এর আগে শুক্রবার বিকেল ৩টায় হেফাজতে ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা নেতা আল্লামা সফি উল্লাহ’র সভাপতিত্বে   শুরু হয়েছে দু’দিনব্যাপী শানে রেসালত সম্মেলন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here