বাংলাদেশের সমতায় ফেরার দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৭৬ রানের জয় পেলে সিরিজ নিশ্চিত হয়। তবে পরাজয়ের ম্যাচেও বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন (১০০) লড়াকু এক শতক হাকিয়েছেন।
পাকিস্তানের ২৬২ রান তাড়া করতে যেয়ে স্বাগতিকরা ৭ উইকেটে ১৮৬ রান করতে সমর্থ হয়। পাকিস্তানের পক্ষে চার উইকেট নেন ওমর গুল।
দলীয় ৮ রানে ওপেনার তামিম ইকবাল (৪) উমর গুলের অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব্যাট চালালে তা দ্বিতীয় স্লিপে ইউনিস খান দারুণ দক্ষতায় তালুবন্দি করেন। এরপর অপর ওপেনার ইমরুল কায়েস (৬) দলীয় ১৬ রানে মোহাম্মদ হাফিজের বলে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হকের হাতে সহজ ক্যাচ দেন।
এর দুই রান বাদেই দলীয় ১৯ রানে হাফিজের বলে এলবিডব্লিউ হন শাহরিয়ার নাফিস (৭)। আর অন্যদের মতই দলীয় একই রানে ব্যর্থ অধিনায়ক মুশফিকুর রহিম। উমর গুলের বলে হাফিজের তালুবন্দি হওয়ার আগে তিনি সংগ্রহ করেন এক রান। এরপর বিপর্যয় সামলে সাকিব ও নাসির ১০৬ রানের মূল্যবান জুটি গড়েন। দলীয় ১২৫ রানে সাঈদ আজমলের বলে ফিরতি ক্যাচ দেওয়ার আগে সাকিব করেন ৩৪ রান। তবে নাসির একপ্রান্ত আগলে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে লড়াই করছেন।
এরআগে টস জিতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাকিস্তান ৭ উইকেটে ২৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন ওমর আকমল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/স্পোর্টস নিউজ