আ হ ম ফয়সল
নারীর প্রতি সকল ধরনের সহিংসতা ও পারিবারিক নির্যাতন প্রতিরোধ করার লক্ষ্যে গণজাগরন সৃষ্টির করতে আইসিডিআই- নেদারল্যান্ডের সহযোগীতায় এসডিএস শরীয়তপুরে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর ২০১১ পর্যন্ত ১৬ দিন ব্যাপি র্যালি, আলোচনা সভা, ভ্যান র্যালি, লোকজ সংগিত পরিবেশন, মিডিয়া ও ইমেইল ক্যাম্পেইন শুরু করেছে।
২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে র্যালি’র মাধ্যমে উক্ত ১৬ দিনের ক্যাম্পেইনের শুভ উদ্ভোদন করেন শরীয়তপূরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবি আব্দুল্লাহ। শরীয়তপুর জেলার ৬ টি উপজেলায় র্যালি ও আলোচনাসভার মাধ্যমে একযোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন করা হয়। জেলা শহরে সকাল ৯.০০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয়। র্যালি শেষে পারিবারিক নির্যাতন জোটের আহবায়ক রোমেনা আফরোজের সভাপতিত্তে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবি আব্দুল্লাহ, বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং সদর উপজেলা চেয়ারম্যান আবুল ফজল মাষ্টার উপসি’ত ছিলেন। সভায় নারী নির্যাতন প্রতিরোধ দিবসের মূল প্রবন্ধ উপস’াপন করেন গার্ল পাওয়ার প্রকল্পের ব্যাবস’াপক মামুন কাজী।
শরীয়তপুরের সমমনা বিভিন্ন এনজিও, এনসিটিএফ ও নারী অধিকার কর্মী র্যালি ও আলোচনা সভায় তাদের একাত্বতা ঘোষনা করেন।