নারায়ণগঞ্জ শহর বিএনপি ও মহানগর যুবদলের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলমকে প্রাননাশের হুমকীর প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শহর বিএনপি ও মহানগর যুবদলের নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

মিছিল পূর্ব  সমাবেশে সভাপতিত্ব করেন শহর বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন। বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র নেতা আনোয়ার হোসেন খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, বিএনপি নেতা সুরুজ্জামান, শহর যুবদলের সাধারণ সম্পাদক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, আনোয়ার সরদার, আলী আহাম্মদ লালা, রানা মুজিব প্রমুখ। সমাবেশে বক্তারা জাহাঙ্গীর আলমকে হত্যার হুমকী দেয়ায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং হুমকী প্রদানকারীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। প্রসঙ্গত গত বুধবার নারায়ণগঞ্জের পলাতক শীর্ষ সন্ত্রাসী জাকির খানের নাম উলেস্নখ করে জাহাঙ্গীর আলমকে প্রাননাশের হুমকী দেয়া হয়। এর জের ধরে জাহাঙ্গীর সদর থানায় একটি জিডি দায়ের করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here