নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩শ’ পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার বেলা ১১টায় উপজেলার বালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আবুল হোসেন, মোসত্মাক ও সৈয়দ আ,লম।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১টায় রূপগঞ্জ উপজেলার বালিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় ইয়াবা বিক্রির সময় তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩শ’ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা টেকনাফ থেকে ইয়াবা এনে রূপগঞ্জে বিক্রি করছিল। এব্যাপারে মামলা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ