নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিপন দাস (২৭) নামের পুলিশের এক উপ পরিদর্শক (এস আই) নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁও উপজেলার কাঁচপুর নয়াবাজার এলাকায় রহিম স্টিল মিলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
সোনারগাঁও থানার উপ পরিদর্শক (এস আই) আলেখ খান জানান, রিপন দাস নারায়ণগঞ্জ আদালতে কর্মরত ছিল। তার বাড়ি সোনারগাঁও উপজেলায়। বৃহস্পতিবার দুপুর ২টায় আদালত থেকে মটরসাইকেলে করে সোনারগাঁও যাওয়ার সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁও উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় রহিম মিল স্টিল মিলের সামনে পেছন থেকে দ্রুতগামী একটি বাস (ঢাকা মেট্রো জ-১৪১৭২৩) চাপা দেয়।
এতে মটরসাইকেলটে দুমড়ে মুছড়ে যায। এসময় ঘটনাস্থলেই রিপন দাস মারা যায়। দুর্ঘটনার পর আশেপাশের লোকজন ধাওয়া দিয়ে বাস চালককে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে গাড়ির হেলপার পালিয়ে যায়। তবে তাৎক্ষনিকভাবে চালকের নাম জানাতে পারেনি পুলিশ।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ