নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ বাড়িটি এলাকায় ‘বড়’ বাড়ি হিসেবে পরিচিত। সশস্ত্র ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার এবং মূল্যবান জিনিসপত্রসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ফতুলস্না মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এর আগে এই বাড়িতে শুক্রবার ডাকাতরা একটি ঘরে হানা দেয়। একই বাড়িতে মাত্র কয়েকদিনের ব্যবধানে ২টি ডাকাতির ঘটনায় এলাকায় ডাকাত আতংক দেখা দিয়েছে।
সৌদি প্রবাসী শাহজাহান সানুর স্ত্রী কোহিনূর বেগম জানান, সোমবার শেষ রাত সাড়ে ৩টায় ৭/৮ জনের মুখোশ পড়া সশস্ত্র ডাকাত দল বাড়ির প্রধান গেট টপকে ভেতরে প্রবেশ করে জানালার গ্রীল কেটে ঘরের ভেতর প্রবেশ করে। ডাকাতেররা ঘরে থাকা প্রবাসী শাহজাহান হোসেন সানুর স্ত্রী কোহিনূর বেগম ও তার মেয়েকে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে বাড়ি নির্মাণের জন্য রাখা নগদ ১ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকারসহ মূলবান জিনিসপত্র লুটে নেয়। ডাকাতি শেষে যাওয়ার সময়ে ডাকাতেরা পরিবারের লোকজনদের বলে, ‘আমরা এলাকার লোকজন। মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত এলাকায় থাকবো। পুলিশ বা র্যাবকে জানালে জানে মেরে ফেলবো’।
পরে পুলিশকে খবর দেয়া হলে সকাল ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক। তিনি জানান, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে শুক্রবার রাতে বড় বাড়িতে বসবাস করা শাহজাহান সানুর অপর ভাই স্বপন এর বাড়িতে ডাকাতরা হানা দেয়। সেদিন ঘরে কেউ ছিল না। একই বাড়িতে মাত্র কয়েকদিনের ব্যবধানে ২টি ডাকাতির ঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মাকসুদুর রহমান কামাল/নারায়ণগঞ্জ